মাইলস্টোন ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের

সিবি ডেক্স: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

সোমবার (২১ জুলাই) রাতে এসআরএফ সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, “এটি একটি জাতীয় ট্র্যাজেডি। কোমলমতি ছাত্রছাত্রীদের এমন মৃত্যু আমাদের স্তব্ধ করে দিয়েছে।” একইসঙ্গে তারা এই দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। আগুনে পুড়ে ঘটনাস্থলে ও হাসপাতালে প্রাণ হারান ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এছাড়া, এ ঘটনায় আহত হয়ে প্রায় ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

জাতির হৃদয়ে রক্তক্ষরণের এই দিনে সাংবাদিক সমাজও পাশে দাঁড়িয়েছে শোক ও মানবিকতার বার্তা নিয়ে।

Post a Comment

0 Comments