সিবি ডেক্স: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানাতে দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও দেশের সব অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বিচারকাজ শুরুর আগে আদালতগুলো এক মিনিট নীরবতা পালন করবে, যা শোকাহত জাতির সম্মিলিত শ্রদ্ধা প্রকাশের প্রতীক হয়ে থাকবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই ভবন ও বিমানে আগুন ধরে যায়। যে ভবনে এটি আছড়ে পড়ে, সেখানে বহু শিক্ষার্থী শ্রেণিকক্ষে অবস্থান করছিল। ভয়াবহ আগুনে পুড়ে ঘটনাস্থলেই অনেক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পরে সেনাবাহিনী ও বিজিবিও যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। আরও শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জাতিকে নাড়া দেওয়া এই দুর্ঘটনায় সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত শোক প্রকাশের এই উদ্যোগ জনমানসে ব্যাপক আলোড়ন তুলেছে।
0 Comments