সিবি ডেক্স: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ফের ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভ। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত অবকাঠামো:
ভাঙনে অন্তত ১০টি স্থানে মেরিন ড্রাইভের সড়ক ভেঙে গেছে। আগের দুই দফায় জিও ব্যাগ স্থাপন করেও ঢেউয়ের ধাক্কা ঠেকানো যায়নি। সামুদ্রিক জলোচ্ছ্বাস সেই ব্যাগের ওপর দিয়েই আঘাত হানছে বলে জানানো হয় স্থানীয়দের পক্ষ থেকে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলেন,
> "স্থানীয়রা মুঠোফোনে কয়েকটি ভাঙনের ছবি পাঠায়। আমি সঙ্গে সঙ্গেই ইউএনওকে জানাই।"
প্রশাসনের প্রতিক্রিয়া:
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,
> "বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।"
আশঙ্কা:
স্থানীয় সাংবাদিক নোমান অরূপ জানান, মেরিন ড্রাইভের ভাঙনপ্রবণ এলাকাগুলোর পাশে রয়েছে প্রায় এক-দেড় হাজার একর কৃষিজমি। সেখানে জোয়ারের পানি ঢুকে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।
আবহাওয়ার পূর্বাভাস:
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন,
> "নিম্নচাপ ও অমাবস্যার কারণে জলোচ্ছ্বাসে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল ১-৩ ফুট অতিরিক্ত উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে। ঢেউয়ের শক্তিও বেড়েছে।"
প্রেক্ষাপট:
২০২৩ সালের আগস্টে পূর্ণিমার জোয়ারে এই একই অংশে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছিল। তখন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর উদ্যোগ নিয়ে দীর্ঘ জিও ব্যাগ বসিয়ে ভাঙন রোধের চেষ্টা করেছিল। তবে এবারের ঢেউ সেই প্রতিরক্ষা ব্যবস্থাকেও টপকে গেছে।
0 Comments