বিজিবি জানায়, যৌথ চেকপোস্টের কাছে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে সন্দেহজনক আচরণের কারণে তিন নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শরীর তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
আটক নারীদের পরিচয়:
সাবেকুন নাহার (৪০) – স্বামী: সাকের আহমেদ
আমিনা আক্তার (৩০) – স্বামী: খায়রুল বাশার
সুমাইয়া আক্তার (২১) – স্বামী: এবাদুল্লাহ
তিনজনই টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইয়াবা ও অন্যান্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ১ লাখ ১৪ হাজার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
0 Comments