সিবি ডেক্স: সিলেটের ওসমানীনগরে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও কাজে বাধা দেওয়ার দায়ে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ আদেশ দেন।
অভিযুক্ত মাহবুবুর ওসমানীনগরের সাদীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, তিনি অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দিতে উপজেলা ভূমি কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করছিলেন। এমনকি কাজ না করলে অফিস ঘেরাও, মব তৈরি করে ভাঙচুরের হুমকিও দেন।
সোমবার ভূমি অফিসে এসে আবারও হুমকি দিলে তাৎক্ষণিকভাবে তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। সেখানে দোষ স্বীকার করেন মাহবুবুর এবং জানান, ডা. আব্দুল লতিফ ও আমান আহমদের প্ররোচনায় তিনি এসব করছিলেন। পরে আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এই ধরনের হুমকি বা প্রভাব খাটানোর অপচেষ্টা বরদাস্ত করা হবে না। আইনের আওতায় আনা হয়েছে এবং আরও তদন্ত চলছে।”
0 Comments