সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক তিন ব্যক্তি হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার নুরুল আবছারের ছেলে নুরুল ইসলাম (২৬) ও তার ভাই মো. কবির (২৩)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ বলেন, “তেলচালিত একটি প্রাইভেটকারে অতিরিক্তভাবে বসানো গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে পাচার করা হচ্ছিল। আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং গাড়িটি জব্দ করে।”
তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশের এই তৎপরতায় স্থানীয়ভাবে প্রশংসা মিললেও সচেতনমহল মনে করছে, মূল গডফাদারদের না ধরলে মাদকের করালগ্রাস থেকে এলাকা মুক্ত হবে না। পুলিশের দাবি—তারা শুধু বাহক নয়, পুরো চক্র ভাঙতেই কাজ করছে।
0 Comments