১০ হাজার ইয়াবা রোহিঙ্গা নারীর শরীরে! ধরা পড়লো

সিবি ডেক্স: কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) আওতাধীন গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবির তথ্যমতে, অভিযানের সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগম (৩৫) এর শরীর তল্লাশি করা হয়। বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১০ হাজার ২০০ পিস ইয়াবা। আটক নজুমা বেগম কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “মাদক পাচার রোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। বিজিবি সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে ব্যবস্থা নেবে।”

তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রায় প্রতিবারই মাদকের চালানসহ ধরা পড়ে নিচুতলার কারবারিরা, অথচ যারা এই চক্রের মূল হোতা বা গডফাদার, তারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই পরিস্থিতিতে তারা দাবি করছেন—আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গডফাদারদের নাম বের করে পুরো চক্র নির্মূল করা হোক।

সীমান্তবর্তী এলাকায় বারবার মাদক ধরা পড়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি গভীরতর তদন্ত ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাও জোরালো হচ্ছে।

Post a Comment

0 Comments