ছাত্রলীগ প্রেমিকের বাড়িতে বৈষম্য বিরোধী সহ সমন্বয়ক ছাত্রীর অনশন!

সিবি ডেক্স: ভোলার চরফ্যাশনে প্রেমিকের বিয়ে না করার প্রতিবাদে তার বাড়িতে অনশন করছেন এক কিশোরী। ঘটনার সূত্রপাত চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। বিগত পাঁচ দিন ধরে ওই কিশোরী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানিয়ে আসছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, অনশনরত কিশোরী ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে পরিচিত। তার দাবি, এই আন্দোলনের সময়ই প্রেমিকের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এখন প্রেমিক বিয়েতে অনীহা দেখাচ্ছে বলে দাবি কিশোরীর।

জানা গেছে, কিশোরী সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে ব্যবহারিক অংশ না দেওয়ায় তিনি অকৃতকার্য হন। প্রেমিকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত।

অন্যদিকে প্রেমিকের পরিবার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। তার মা-বাবার বক্তব্য, “আমাদের ছেলে নির্দোষ। একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “তরুণী যদি থানায় বা উপজেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কিশোরীর সাহসের প্রশংসা করছেন, কেউ আবার পুরো ঘটনাকে দেখছেন গভীর ষড়যন্ত্র হিসেবে।

Post a Comment

0 Comments