শুক্রবার (২৫ জুলাই) রাত আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল।
আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চলমান অপহরণ, খুন, ডাকাতি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ অভিযান চালিয়ে এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র জানায়, আনু সালাম দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। সংরক্ষিত বনভূমি দখল করে বাড়ি নির্মাণ, বনবাসীদের কাছ থেকে চাঁদা আদায়, অপহরণ, খুন, মাদক ও মারামারির মতো নানাবিধ অপরাধে জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা চেষ্টা, ডাকাতি, মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এলাকাবাসীর একাধিক অভিযোগ সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। প্রথমে এপিবিএনকে দায়িত্ব দেওয়া হলেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে জেলা পুলিশ র্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
0 Comments