সিবি ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে দুই পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সাব্বির ও মো. ইউনুস। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল জানতে পারে, একটি ডাকাত দল বালিয়াপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় মো. সাব্বির ও মো. ইউনুসকে আটক করা সম্ভব হয়। অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন ডাকাত পালিয়ে যায়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের নিয়মিত সদস্য। তারা রূপগঞ্জ ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটক ও পলাতকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments