পার্বত্য অঞ্চলে পূর্বে প্রত্যাহার করা সব নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছে পিসিএনপি। সংগঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুনরায় নিরাপত্তা ক্যাম্প স্থাপন অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ। এছাড়া সভায় অংশ নেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের, স্থায়ী কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম. রুহুল আমিন এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল।
এ ছাড়া রাঙ্গামাটি জেলা পিসিএনপি সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতারা পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও উন্নয়ন নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
0 Comments