টঙ্গিবাড়ীতে নেশার টাকায় না পেয়েযুবকের নিজের বাড়িতে আগুন!

সিবি ডেক্স: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন মহসিন মাদবর (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত মহসিন পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করেন, কিন্তু পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ঘরের ভেতরে আগুন ধরিয়ে দেন।

আগুনে ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায় এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানিয়েছে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিস। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে রাত সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মহসিন একজন চিহ্নিত মাদকসেবী এবং মাঝে মাঝে মাদক বিক্রিও করে। নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেয় সে। ঘটনার সময় আগুন লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে পরে ভিডিও কলে পরিবারকে জানায় যে আগুন সে-ই দিয়েছে।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুন লাগার পরে এলাকার মানুষ আংশিক নিয়ন্ত্রণ আনলেও পুরো কাজ সম্পন্ন করে দমকল বাহিনী। আগুনে ঘরের ভেতরের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মহসিন পলাতক রয়েছে।

Post a Comment

0 Comments