২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সব আয়োজন ছিল অত্যন্ত চমৎকার, শৃঙ্খলাপূর্ণ ও সুসংগঠিত। অনুষ্ঠানে সম্মানিত অতিথি, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুন্সি মিয়া, সভাপতি, হযরত সিদ্দিক আকবর (র:) মডেল সুন্নিয়া হিফজ একাডেমি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি এম জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লামা ইকবাল একাডেমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদুল ওলামা হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল খালেক শওকী (মা:জি:আ:)। প্রধান মেহমান ছিলেন ওস্তাদুল ওলামা হযরতুলহাজ্ব আল্লামা আশেকুর রহমান (মা.জি.আ), মুহাদ্দিস, ছোবানিয়া আলিয়া কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল আমিন, মওলানা এয়ার মোহাম্মদ, এ এইচ এম নিজাম চৌধুরী এবং আলহাজ্ব আব্দুল আলীম (ব্যাংকার)।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা নঈম উদ্দিন, হাফেজ মাওলানা শফিউল আলম আলকাদেরি, মওলানা আব্দুর রহিম আনোয়ারি, মওলানা সাহাজাহান আনোয়ারি, মওলানা আমান উল্লাহ, হাফেজ মাওলানা সোলাইমান আলকাদেরি ও হাফেজ মাওলানা মোকতার হোসেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা মোহাম্মদ মোকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাদাত হোসেন।
দস্তারবন্দীপ্রাপ্ত হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীরা হলেন— মো. রায়হানুল ইসলাম আরিফ, মো. তামিমুল ইসলাম, মো. নুরুল হোসেন, মো. জামশেদুল আলম শাহেদ, মো. আসিফুর রহমান, মো. আব্দুল্লাহ আল সিফাত, মো. শাহেদুল আলম তামিম এবং আরিফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনায় কোনো অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
0 Comments