ভোলা এনসিপিতে ক্ষোভ, পদত্যাগের হুমকি

সিবি ডেক্স: অনিয়ম ও তৃণমূলকে উপেক্ষার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা শাখার সদ্য ঘোষিত ৭২ সদস্য আহ্বায়ক কমিটি স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কমিটির বেশ কয়েকজন নেতা। তারা দাবি করেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠন না হলে একযোগে প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এর আগে ৮ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক এবং মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে ৭২ সদস্যের কমিটি অনুমোদন দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত। তিনি অভিযোগ করেন—তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণা করা হয়েছে, কাউকে কোনো পরামর্শ বা মতামত নেওয়া হয়নি, এমনকি কমিটির অন্তত ২০ জনকে তৃণমূল নেতারা চেনেন না। তিনি জানান, যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়নি এবং তদবির, ব্যক্তিগত সুপারিশ ও পক্ষপাতিত্বের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

ইয়াসির আরাফাত আরও জানান, নতুন কমিটিতে জামায়াত–ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যাদের অনেকেই প্রকাশ্যে এনিসিপির বিরোধিতা করেছেন। ইতোমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জ্জান পদত্যাগ করেছেন এবং আরও প্রায় ৪০ জন প্রস্তুত আছেন।

তারা দাবি করেন—ঘোষিত কমিটি অবিলম্বে স্থগিত করে তৃণমূলভিত্তিক প্রকৃত কমিটি পুনর্গঠন করতে হবে; অন্যথায় নির্ধারিত সময় শেষে তারা সম্মিলিত পদত্যাগপত্র দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির ভোলা শাখার যুগ্ম সদস্য সচিব তাজিম রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সদস্য নাসরিন জাহান হাবিবসহ আরও অনেকে।

Post a Comment

0 Comments