আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরস্থ দলীয় কার্যালয়ে ১২৫টি আসনের তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা-১১ আসনটি বাড্ডা, ভাটারা ও রামপুরা নিয়ে গঠিত। এখানে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমকে গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক তালিকায় সুপারিশ করা হয়েছিল। অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং অটোয়ারী (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে এলাকার ভূগোল গঠিত।
বিএনপি গত ৩ নভেম্বর পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছিল বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছিলেন।
0 Comments