সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন সারা দেশের ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রথম ধাপের প্রাথমিক তালিকায় মনজুর কাদেরকে অন্তর্ভুক্ত করে এনসিপি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
একই তালিকায় সিরাজগঞ্জের আরো তিন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে—সিরাজগঞ্জ-৩এ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) এবং সিরাজগঞ্জ-৬এ এসএম সাইফ মোস্তাফিজ। বিশেষ করে সিরাজগঞ্জ-৫এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী নেতা মনজুর কাদেরকে শাপলা কলি প্রতীকে মনোনয়ন দিয়ে ব্যতিক্রমী সাড়া তৈরি করেছে এনসিপি।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারও অভিনন্দন জানিয়েছেন।
মনজুর কাদেরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আগের দিনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিএনপি তাকে মনোনয়ন না দিলেও সমর্থকরা নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত এনসিপির মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞ মনজুর কাদের পাবনা-১ আসন থেকে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১৯৮৮ সালে পুনর্নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ থেকে বিপুল ভোটে জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-৫এ মাত্র ২৫৫ ভোটের ব্যবধানে পরাজয় তার রাজনৈতিক ক্যারিয়ারে আলোচিত ঘটনা হয়ে আছে।
0 Comments