বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি সেখানে পৌঁছে চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে ব্রিফে অংশ নেন।
সূত্রের তথ্যানুসারে, হাসপাতালের চিকিৎসকরা উপদেষ্টাকে চলমান চিকিৎসা, স্বাস্থ্যগত পরিস্থিতি এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত জানান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
জানা গেছে, উপদেষ্টা বিকেলের সফরে এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালে ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবং এভারকেয়ার হাসপাতালে তাঁর নিয়মিত চিকিৎসা চলছে।
0 Comments