১০ দিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নেওয়ার প্রয়োজন না হলে খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, দলীয় নেতারা অপেক্ষা করছেন—যদি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয়, তবে চিকিৎসাকালীন সময়ে ছেলের লন্ডনে থাকা প্রয়োজন হবে। কিন্তু সেই পরিস্থিতি না হলে তিনি দ্রুত দেশে ফিরবেন। তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, “হয়তো দুই–চার–দশ দিনের মধ্যেই চলে আসবেন।”

বৈঠকে খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করেন এ্যানি। তিনি অভিযোগ করেন, “মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখার পাশাপাশি খাবারে বিষ মেশানো হয়েছিল। সুস্থ মানুষ জেলে গিয়ে অসুস্থ হয়ে ফিরেছেন।”

সংগঠনের নারী নেত্রী ও তরুণদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরও সুদৃঢ় করা হবে।

উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments