আলীকদমে সেনাবাহিনীর বিশেষ মনিটরিং অভিযান

ফরহাদ আহমদ সজল, বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলা সদরে অবৈধ ফুটপাত দখল, সরকারি জায়গা দখল, হোটেল–মোটেলে খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম সেনা জোনের উদ্যোগে ৩১ বীরের লেফটেন্যান্ট তাফসির মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের ফুটপাত দখল, রাস্তার উপর স্থাপনা নির্মাণ ও দোকান বসানোর বিষয়গুলো পরিদর্শন করে বেশ কিছু অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। মালিকপক্ষকে দ্রুত এসব স্থাপনা অপসারণের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া বাজারের হোটেল জব্বারিয়া ও হোটেল ঝালবিতানে খাদ্যের মান, পরিবেশ, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যঝুঁকি যাচাই করা হয়। রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা, খাবার ভুলভাবে সংরক্ষণ এবং নোংরা বাসন ব্যবহারের অভিযোগে কর্তৃপক্ষকে মৌখিক সতর্কবার্তা প্রদান করে সেনাবাহিনী।

সরকারি ডাকবাংলোর পাশের পরিত্যক্ত স্থানে বাজার কমিটি কর্তৃক নির্মিত একটি স্থাপনাও পরিদর্শন করে সেনা সদস্যরা। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নির্মাণ করায় এটিকে অবৈধ বলে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে অর্কিট রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেল পরিদর্শন করে অতিথিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে ‘দ্য দামতুয়া ইন’-এর রেস্টুরেন্ট ও রান্নাঘরও পরিদর্শন করেন সেনা সদস্যরা।

আলীকদম সেনা জোন জানায়—বাজার এলাকা পরিচ্ছন্ন, নিরাপদ ও আইনসম্মত রাখতে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সেনাবাহিনীর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments