টেকনাফে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আঁধারী পাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের আঁধারী পাড়ার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে আব্দুল মালেক (১৫) স্থানীয় শাহ আলমের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে গেলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

এ সময় আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর কিশোর আব্দুল মালেককে গুরুতর অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের পরিবারের আহাজারিতে পুরো আঁধারী পাড়া এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments