রোববার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তারা সরকারি চাকরি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
ঘটনার সূত্রপাত হয় কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে ওঠাকে কেন্দ্র করে। অতিরিক্ত যাত্রী হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম অভিযুক্ত দুজনকে জাহাজে উঠতে বাধা দেন। এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে উল্টো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেফতারের নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। এতে তাৎক্ষণিকভাবে তোলপাড় শুরু হয়। গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে এ ঘটনা ঘটে।
ঘটনা প্রসঙ্গে ইউএনও তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়েই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও জানান, কিছু পর্যটক অভিযোগ করেছিলেন যে নির্ধারিত সময়ের আগেই তাদের জাহাজ ছেড়ে গেছে।
ইউএনওর ভাষ্য অনুযায়ী, ইব্রাহীম নামের একজন নিজেকে প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাটির ভিডিও সংরক্ষিত রয়েছে। অভিযুক্ত ব্যক্তি হয়তো তাকে চিনতে পারেননি, তবে মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও এভাবে কাউকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার এখতিয়ার তার নেই।
পরবর্তীতে অভিযুক্ত ইব্রাহীম নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ইউএনওকে চিনতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করছেন। তাদের টিকিটে জাহাজ ছাড়ার সময় সকাল ৭টা লেখা ছিল, কিন্তু ঘাটে এসে জানতে পারেন জাহাজটি সকাল ৬টায় ছেড়ে গেছে। এ নিয়ে বিভ্রান্ত ও উত্তেজিত হয়ে এমন পরিস্থিতি তৈরি হয় বলে তিনি জানান।
0 Comments