শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এবং জুলাইয়ের সহযোদ্ধা ‘জুলাইয়ের তিতুমীর’ খ্যাত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় কক্সবাজারে দোয়া মাহফিল ও খতমে কুরআনের আয়োজন করা হয়েছে।
কক্সবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদের তত্ত্বাবধানে কক্সবাজারের খানেকাহ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগরিব নামাজের পর খতমে কুরআন এবং এশার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদির রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর আখ্তার আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালিদ বিন সাঈদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিয়ান ফারাবী, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসউদ সিদ্দিকসহ এনসিপির জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।
0 Comments