চকরিয়ায় হর্ন নিয়ে বরযাত্রী হামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিয়ের বাগদান (এনগেজমেন্ট) অনুষ্ঠানে যাওয়ার পথে হর্ন দেওয়াকে কেন্দ্র করে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধরে চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা–বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক চকরিয়া উপজেলার ছিকলঘাটা এলাকার নুরুল কবিরের ছেলে মুবিনুল হক মুন্না বাদী হয়ে শুক্রবার রাতে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার নাসির উদ্দীনের ছেলে মোহাম্মদ রিয়াদকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬–৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চালক এহেছানুল হক ১২ জন বরযাত্রী নিয়ে বাটাখালী জিপ স্টেশন থেকে একটি মাইক্রোবাসযোগে মহেশখালীর উদ্দেশে রওনা দেন। মাইক্রোবাসটি মাইজঘোনা স্টেশন এলাকায় পৌঁছালে সামনে থাকা দুটি টমটম গাড়িকে সরে যেতে হর্ন দেন চালক। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রিয়াদ চালকের ওপর চড়াও হয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি আরও ৬–৭ জন সহযোগী নিয়ে লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে মাইক্রোবাসে হামলা চালান।

হামলায় গাড়িটির সামনের ও পেছনের গ্লাস ভেঙে ফেলা হয়। বাধা দিতে গেলে চালক এহেছানুল হকসহ গাড়িতে থাকা বরযাত্রীদের মারধর করে গুরুতর আহত করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও যাত্রীদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Post a Comment

0 Comments