উখিয়ায় জুয়েলার্স চুরির চোর গ্রেফতার

কক্সবাজারের উখিয়া উপজেলায় জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে সংঘটিত আলোচিত স্বর্ণচুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করার পর শুক্রবার (১২ ডিসেম্বর) দিনভর চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উখিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপু বড়ুয়া জানান, শুক্রবার রাত ১০টার দিকে আটক আশরাফকে থানায় এনে ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ আলী স্বর্ণচুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরের স্থানীয় ব্যবসায়ী সনজিত ধরের মালিকানাধীন ‘মালতী জুয়েলার্স’ থেকে সংঘবদ্ধ একটি চোরচক্র দুঃসাহসিক কৌশলে দুটি স্বর্ণের বাক্স চুরি করে নিয়ে যায়।

পরদিন ৪ ডিসেম্বর ঘটনার সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত তথ্য টিটিএনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী সনজিত ধর বলেন, কয়েক লাখ টাকার স্বর্ণ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিলাম এবং থানায় মামলা করেছিলাম। সাংবাদিকদের সহযোগিতায় আজ একজন অপরাধী ধরা পড়েছে। আশা করছি দ্রুত বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে এবং আমার স্বর্ণ উদ্ধার হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। যেকোনো অপরাধের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে উপস্থাপন করা হবে।

Post a Comment

0 Comments