কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপমুখী যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়।
নিহতরা হলেন— সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পাশের আরেকটি স্পিডবোট দ্রুত পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। তবে মা–মেয়েকে অচেতন অবস্থায় তীরে আনা হয় এবং চিকিৎসকেরা পৌঁছানোর আগেই তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ জানান, ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যাওয়ার পর বেশ কিছু সময় তারা পানিতে ভেসে ছিলেন। পরে উদ্ধারের পর বোন ও ভাগ্নিকে আর জীবিত পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এই নৌপথে স্পিডবোট চলাচল করছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।
0 Comments