ডেঙ্গুতে আরও মৃত্যু, হাসপাতালে ভিড়

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৭৫ জন, চট্টগ্রামে ৯৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ৯ জন।

এই সময়ে সারা দেশে ৮০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪০২। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে।

এর তুলনায়, ২০২৪ সালে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুর পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন রোগী এবং মৃত্যুবরণ করেন ১,৭০৫ জন।

Post a Comment

0 Comments