সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবারের পর্যটন মৌসুমে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, দ্বীপের ভঙ্গুর ইকোসিস্টেম রক্ষার্থে ভ্রমণের সময়সূচি সীমিত করা হবে এবং পর্যটকের সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় দ্বীপে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধও রাখা হতে পারে।
নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে—রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি করা কিংবা কেয়াবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুক, রাজকাঁকড়াসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা দণ্ডনীয় হিসেবে গণ্য হবে।
সৈকতে মোটরসাইকেল, সি-বাইক কিংবা অন্য যেকোনো মোটরচালিত বাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রমণকালে পলিথিন বহন নিষিদ্ধ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক—যেমন চিপসের প্যাকেট, স্ট্র, প্লাস্টিক চামচ, সাবান–শ্যাম্পুর মিনিপ্যাক বা বড় প্লাস্টিক বোতল বহন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের নিজের পানির ফ্লাস্ক সঙ্গে রাখতেও উৎসাহিত করা হয়েছে।
0 Comments