কক্সবাজারে চার রেস্টুরেন্টে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং তা গ্রাহকদের পরিবেশনের দায়ে কক্সবাজারে চারটি রেস্টুরেন্টকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে কউকের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সুগন্ধা ও সদর হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

তিনি জানান, সদর হাসপাতাল সড়কের মামার বাড়ি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, শানে মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুগন্ধার গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং কলাতলীর জামাই আদর রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগি, মাছ, মসল্লা ও নানা রান্নার উপকরণ পাওয়া যায়, যা গ্রাহকের জন্য ঝুঁকিপূর্ণ।

ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, কক্সবাজার একটি বড় পর্যটন নগরী, যেখানে প্রতিদিন হাজারো মানুষ খাবারের জন্য রেস্টুরেন্টে নির্ভর করেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান ‘মানসম্মত খাবার’ প্রচারের আড়ালে মেয়াদোত্তীর্ণ ও অনুপযোগী খাবার মজুত রাখছে। এজন্য জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আইনি ব্যবস্থা আরও কঠোর হবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবারও ড্রিংকিং ওয়াটার ও তিনটি রেস্টুরেন্টসহ পাঁচ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে কউকের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ফ্রেন্ডস বিজনেস ডেভেলপিং ফার্মকে ৬০ হাজার, জলধারা ড্রিংকিং ওয়াটারকে ৭০ হাজার, কলাতলী মেজ্জান ডাইনকে ২০ হাজার, রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং শালিক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, আগেও বহু প্রতিষ্ঠানকে শর্ত দেওয়া হলেও অনেকে তা মানছে না; তাই প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য পথ নেই।

Post a Comment

0 Comments