চট্টগ্রামের চকবাজারে বহুতল মার্কেট নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় গুলজার মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করে তারা কর্মসূচিতে যোগ দেন।
বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী শিপ বিল্ডার্স-এর মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ হিন্দু সম্প্রদায়ের কিছু দেবত্তোর সম্পত্তি কিনে সেখানে বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্দেশ্যে তিনি সিটি করপোরেশনের বহু আগেই বাতিল হওয়া একটি প্রকল্পের কথা তুলে ধরে এবং জমিদারদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মার্কেট ক্রয় করছেন। ইতোমধ্যে লালচাঁন্দ রোডের মদিনা মার্কেট কিনে শতাধিক ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে। এখন কলেজ রোডের মোতালেব মার্কেট ক্রয় করে একইভাবে ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।
ব্যবসায়ী নেতারা জানান, ২০০৯ সালে সিটি করপোরেশন মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য একটি পার্কিং জোন নির্মাণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১৩ সালে সিডিএ কলেজ রোড সম্প্রসারণ করায় প্রকল্পটির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় এবং তা স্থগিত হয়। এখন সে বাতিল প্রকল্পকে সামনে রেখে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, যা তারা অগ্রহণযোগ্য বলে দাবি করেন।
বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য আধুনিক বাণিজ্যকেন্দ্র নির্মাণে তাদের আপত্তি নেই। তবে তা কোনোভাবেই ব্যবসায়ীদের ক্ষতি করে হতে পারে না। ব্যবসায়ীদের পর্যাপ্ত সময়, যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। অন্যথায় “ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর আন্দোলন” গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদ সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ–সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য নেতারা।
0 Comments