চকরিয়ায় অভিযানে সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বদরখালী বাজারের ওয়াপদা রোড এলাকা থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও একটি গুলিসহ এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এলাকায় টহল শুরুর পর সন্দেহজনকভাবে একজনের গতিবিধি নজরে পড়ে। তাকে থামানো হলে তার কাছে অস্ত্র মজুদ থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল (৩৯)। তিনি বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাং-বাজার পাড়ার বাসিন্দা।

অভিযানের সময় পুলিশ মোট একটি দেশীয় রাইফেল, দুটি এয়ারগানের মাথা ও একটি রাউন্ড গুলি উদ্ধার করে। থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে আরও তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। আজকের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।”

Post a Comment

0 Comments