আটককৃতরা হলেন—খুরুশকুল মামুন পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে জিহাদুল আলম এবং কক্সবাজার পৌরসভার বাগান পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে কালু। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মিশুক গাড়িও জব্দ করেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, আটককৃত দুইজনই কক্সবাজার শহরের দুর্ধর্ষ অপরাধী। তারা শহরের বিভিন্ন এলাকায় সুযোগ বুঝে ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 Comments