এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে একই নদীতে মা ইলিশ ধরার অভিযোগে আরও ১৬ জন জেলেকে আটক করে প্রশাসন। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অংশ নেন হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড সদস্য, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং নদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল। অভিযানে জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নদীতে মাছ ধরা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।
0 Comments