সিবি ডেক্স: ঢাকার দোহারের জয়পাড়া বাজারে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লার বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সকালে জয়পাড়া গরুর হাটের ১ শতাংশ সরকারি জমি টিন ও বেড়া দিয়ে ঘিরে ফেলেন তিনি। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে, অভিযোগ অনুযায়ী, হাসেম মোল্লা তাদের দেখে নেওয়ার হুমকি দেন।
ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে জমির দখল করা অংশ থেকে বেড়া সরিয়ে ফেলেন। তারা অবিলম্বে দখলদারিত্ব বন্ধ ও সরকারি জমি মুক্ত করার দাবি জানান।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম কুদ্দুস বলেন, এনসিপি নেতার বাবার এমন ভূমিকা দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়।
তবে অভিযুক্ত হাসেম মোল্লা দাবি করেছেন, তিনি জমিটি রেকর্ডের মাধ্যমে কিনেছেন, যদিও সাংবাদিকদের কাছে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে এনসিপি নেতা রাসেল আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং তার বাবার জমির কাগজপত্র যাচাই করবেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। জমিটি সরকারি কি না, তা যাচাই করতে এসি ল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ঘটনার সত্যতা ও জমির প্রকৃত মালিকানা যাচাই না হওয়া পর্যন্ত এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
0 Comments