স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তারা শহরের একটা মাদ্রাসায় পড়ালেখা করে। সেখান থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এক ‘বড়ভাই’ তাদের চকলেটের লোভ দেখিয়ে নিয়ে আসে। আচরণে অসঙ্গতি দেখে স্থানীয়রা সন্দেহ হলে শিশুদের জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি সবার নজরে এলে তাদের নিরাপদে দোকানে রাখা হয়।
উদ্ধার হওয়া শিশুদের মধ্যে একজনের নাম হাসান, পিতা আব্দুল শুক্কুর—বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া। দ্বিতীয়জন মো. ইসমাইল, পিতা মো. জসিম উদ্দিন—বাড়ি একই এলাকায়। তৃতীয়জন মো. সুবায়েত, পিতা আমির হোসাইন—বাড়িও বাঁশখালী উপজেলায় বলে শিশুরা জানিয়েছে। তাদের বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর।
শিশুদের অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। যোগাযোগ করা যাবে দোকানদার নুরুল কবির মাসুদ (ফোন: ০১৮১৯৫৩৮৯৫৫) অথবা দোকান মালিকের নম্বরে (০১৮১৯৮৮৪৪০৩)।
0 Comments