সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলিসহ মো. আমীন নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আমীন উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে হোয়াইক্যং বিওপির অধীনস্থ ওবিএম পোস্টে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার দমনে জোরদার অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ওবিএম চেকপোস্টে টহল চালানোর সময় এক রোহিঙ্গা যুবককে নৌকায় করে আসতে দেখে তাকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন উখিয়ায় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, আটক মো. আমীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
0 Comments