টেকনাফে ‘ডিবি মোস্তাক’ গ্রেপ্তার, এক ভয়ঙ্কর ছদ্ম-চক্রের অবসান?

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখানী এলাকার আলোচিত 'ডিবি মোস্তাক' অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাদক দালালি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোস্তাককে গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি বিশেষ টিম।

মোস্তাক একসময় দিনমজুর ও ট্রলি চালক ছিলেন। পরে নিজেকে 'ডিবি পুলিশের সোর্স' এবং র‍্যাবের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে গড়ে তোলেন এক অঘোষিত অপরাধ সাম্রাজ্য।

স্থানীয়দের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুললেই মিথ্যা ইয়াবা বা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের আমলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রদীপের তল্পিবাহক হিসেবে এলাকায় ত্রাস ছড়াতেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন সময় র‍্যাব-পুলিশ অভিযানে তিনি অস্ত্র হাতে উপস্থিত থাকতেন, যেন প্রশাসনের একজন অংশ তিনি নিজেই।

জানা যায়, তাঁর নামে একাধিক গাড়ি, জমি ও কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তার কোনো স্বীকৃত 'সোর্স' পরিচয় নেই।

স্থানীয়দের দাবি, ‘ডিবি মোস্তাক’ কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি ভয়ঙ্কর গডফাদারসুলভ চক্রের প্রতীক। যেসব মাদক কারবারি তার ‘চ্যানেল’ ব্যবহার করতেন, তারা ছিল অদৃশ্য সুরক্ষার আওতায়।

এলাকাবাসীর প্রত্যাশা, এই গ্রেপ্তার যেন ছদ্মপরিচয়ের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়। তারা চান, মোস্তাকের সম্পদ, মাদক সংশ্লিষ্টতা এবং প্রশাসনের সঙ্গে থাকা গোপন সম্পর্কের পূর্ণাঙ্গ তদন্ত হোক।

Post a Comment

0 Comments