ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ক, তীব্র প্রতিবাদ দিল্লির

সিবি ডেক্স: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মোট শুল্কহার ৫০ শতাংশে উন্নীত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে "অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক" আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

এনডিটিভি ও আনন্দবাজার সূত্রে জানা যায়, আমেরিকার অভিযোগ হলো, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অর্থসাহায্য দিচ্ছে। এই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে ভারতের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছেন। এতে মোট শুল্কহার দাঁড়াল ৫০ শতাংশে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, রুশ তেল কেনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং ‘জাতীয় জরুরি অবস্থা’ মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত প্রয়োজনীয়। আদেশে ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার রুশ জ্বালানি নীতির দিকগুলো তুলে ধরা হয়েছে।

ভারতের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, “আমাদের তেল আমদানি বাজার পরিস্থিতি ও জাতীয় স্বার্থ বিবেচনায় করা হয়। সস্তায় জ্বালানি পাওয়া গেলে তা আমদানি করাই যৌক্তিক।” দিল্লি স্পষ্ট করে জানিয়েছে, অনেক দেশই জাতীয় স্বার্থে এমন কাজ করে, কিন্তু টার্গেট করা হচ্ছে একমাত্র ভারতকে। এটি দুঃখজনক ও পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেছে তারা।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় সস্তায় তেল বিক্রি শুরু করে রাশিয়া, যা ভারত ব্যাপকভাবে আমদানি করতে শুরু করে। বর্তমানে ভারতের মোট তেল আমদানির ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে।

বিশ্লেষকদের মতে, এই শুল্ক যুদ্ধ ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। জাতীয় স্বার্থের প্রশ্নে দিল্লি এখনও রুশ তেল আমদানিতে অনড় রয়েছে।

Post a Comment

0 Comments