৫ আগস্ট বিজয় র‍্যালি, বিএনপির কর্মসূচি ঘোষণা

সিবি ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার (৪ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সারা দেশের প্রতিটি থানা ও উপজেলায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হবে কেন্দ্রীয় বিজয় র‍্যালি। একইদিনে দেশের প্রতিটি জেলা ও মহানগরেও একযোগে অনুষ্ঠিত হবে বিজয় র‍্যালি।

দলের পক্ষ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে শুধু অন্তর্বর্তী সরকারই নয়, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে বিএনপির এই বিজয় র‍্যালি আয়োজন।

Post a Comment

0 Comments