আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা!

সিবি ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের পর দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।

এর আগে বিকেল ৫টায় অধ্যাপক ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বিটিভি এই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একটি দলিল। এই ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে। ঘোষণাপত্রে যে রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোর কথা বলা হয়েছে, তাতে দলগুলো একমত হয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি চলছে।

এ ভাষণ ও ঘোষণাপত্রকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ দেখা গেছে।

Post a Comment

0 Comments