সিবি ডেক্স: রামু থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়ার বিরুদ্ধে এক লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া একটি ৬ মিনিট ১৬ সেকেন্ডের অডিওতে তাকে বাদীর পরিবারের সদস্যের কাছে ঘুষ দাবি করতে শোনা গেছে। টিটিএনের হাতে এসেছে সেই অডিওটি, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘুষের প্রস্তাব—কী আছে অডিওতে?
অভিযোগ অনুযায়ী, মামলার বাদী রুপনা বড়ুয়ার প্রবাসী দেবর সোহেল বড়ুয়ার সঙ্গে ফোনে কথা বলছিলেন এসআই চিরঞ্জীব।
অডিওতে তাকে বলতে শোনা যায়:
> “তোমার সাথে যেরকম কথা হবে সেরকমই হবে, কালকের মধ্যে ১ জনের জন্য ৭০ হাজার, ২ জনের জন্য ১ লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।”
তিনি আরও বলেন:
“আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমারটা দেখবা, আমি সেভাবেই লিখবো।”
ঘটনার পটভূমি
মাস কয়েক আগে রামুতে একটি সেফটিক ট্যাংকের ছাঁদ থেকে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ওই ঘটনায় আহত যুবকের স্ত্রী রামু থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি তদন্ত করছিলেন এসআই চিরঞ্জীব বড়ুয়া।
বাদীপক্ষের আইনজীবী শিপ্ত বড়ুয়া বলেন:
> “প্রকৃত আসামিদের নাম এড়িয়ে যাওয়ার জন্য আমাদের পরিবারের কাছে ঘুষ দাবি করেছেন এসআই চিরঞ্জীব। তার এমন ন্যক্কারজনক আচরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
প্রশাসনের প্রতিক্রিয়া
এ ব্যাপারে চিরঞ্জীব বড়ুয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান জানান:
> “আমি ঘটনাটি জানতাম না। এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি।”
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন:
> “অভিযোগের পর এসআই চিরঞ্জীবকে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
0 Comments