কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মেইনটেনেন্সের কারণে

সিবি ডেক্স: কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের জন্য বিশেষ নোটিশ জারি করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি ফিডারের লাইন মেইনটেনেন্সের কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে গ্রাহকরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন। মেইনটেনেন্স কাজ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়েছে।

Post a Comment

0 Comments