পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিবি ডেক্স: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। নিহতরা কক্সবাজারের ঈদগাহ উপজেলার মাইজ পাড়ার জিহাদ (১৯) ও রাকিব। তারা বন্ধু হিসেবে রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতদের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা রাতের সময় তিনটি মোটরসাইকেল নিয়ে ছয় বন্ধু সাজেক যাচ্ছিল। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী পিকআপ জিহাদ ও রাকিবকে বহন করা মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাতক ট্রাক চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)কে আটক করেছে এবং পিকআপটি জব্দ করেছে। আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, পিকআপটি আজিজনগরের দিকে যাওয়ার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় যানটি থামানো হয়। দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতায় হওয়ায় বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments