সিবি ডেক্স: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে এ সাক্ষাৎ হয়। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ডা. শফিকুর রহমান শনিবার দুপুরে সমাবেশে বক্তব্যের সময় গরমে অসুস্থ হয়ে পড়ে যান এবং মঞ্চেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, তার রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা স্বাভাবিক রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু হয়। দুপুর ২টার দিকে মূল কার্যক্রম শুরু হলে বিকালে বক্তৃতা দিতে গিয়ে জামায়াত আমির প্রথমে, পরে দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায়ও তিনি সমাপনী বক্তব্য দেন।
0 Comments