২১ জুলাই কক্সবাজারে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান | Coxsbazar Bulletin

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ জুলাই কক্সবাজার জেলা শ্রমিকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সরকারের নির্লিপ্ততা, আইনশৃঙ্খলার অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

এ উপলক্ষে জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২১ জুলাই বিকেল সাড়ে ৩টায় (৩:৩০ মিনিট) কক্সবাজার জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিকদলের আওতাধীন উপজেলা, পৌরসভা, পর্যটন অঞ্চল, সি.বি.এ সংগঠন, চালক, হোটেল এবং আবাসিক হোটেল শ্রমিকদলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ মিছিলকে সফল করার মাধ্যমে শ্রমিক সমাজের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শক্তিশালী বার্তা দিতে চান আয়োজকেরা।

Post a Comment

0 Comments