সরকারের নির্লিপ্ততা, আইনশৃঙ্খলার অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।
এ উপলক্ষে জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২১ জুলাই বিকেল সাড়ে ৩টায় (৩:৩০ মিনিট) কক্সবাজার জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিকদলের আওতাধীন উপজেলা, পৌরসভা, পর্যটন অঞ্চল, সি.বি.এ সংগঠন, চালক, হোটেল এবং আবাসিক হোটেল শ্রমিকদলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ মিছিলকে সফল করার মাধ্যমে শ্রমিক সমাজের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শক্তিশালী বার্তা দিতে চান আয়োজকেরা।
0 Comments