ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাত ৩টার দিকে এক অজ্ঞাত যুবক দা ও টর্চলাইট হাতে রান্নাঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে প্রথমে ভয়ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুদের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্ত পালিয়ে যায়।
পরে স্বামী এসে থানায় যান এবং পরদিন সকালে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সক্রিয় রয়েছে।
0 Comments