সিবি ডেক্স: বদলি আদেশের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক ১৪টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৫ জন যুগ্ম কর কমিশনার, ৩ জন উপ-কর কমিশনারসহ এনবিআরের দ্বিতীয় সচিব, অতিরিক্ত কমিশনার ও রাজস্ব কর্মকর্তারা। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২২ জুন জারিকৃত বদলি আদেশ প্রত্যাখ্যান করে ২৪ জুন এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তা ছিঁড়ে ফেলেন কিছু কর্মকর্তা। এ ঘটনায় কাস্টমস কার্যক্রম ব্যাহত হওয়ায় আমদানি-রপ্তানিতে সমস্যা সৃষ্টি হয়। যদিও পরে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
তবে সাময়িক বরখাস্ত ছাড়াও এনবিআরের আরও তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কমিশনারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
0 Comments