সালাহউদ্দিনকে নিয়ে এনিসিপি নেতার "কুরুচিপূর্ণ" বক্তব্য ধৈর্য্য ধরে শান্ত থাকার অনুরোাধ জানালেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এ ঘটনায় বিএনপির কক্সবাজার জেলা দপ্তর সম্পাদক ইউসূফ বদরী জেলাবাসীকে ধৈর্য্য ধরার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ, যিনি কক্সবাজারের রাজনৈতিক পরিমণ্ডলে একটি পরিচিত নাম, তাকে নিয়ে অপমানজনক বক্তব্য দেওয়ায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও নিন্দা জানান।

ইউসূফ বদরী এক বিবৃতিতে বলেন, "জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করা একজন সম্মানিত নেতার বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিবাদ জানাচ্ছি, তবে অনুরোধ করছি—কোনো উসকানিতে পা না দিয়ে সবাই যেন শান্ত থাকে এবং আইনি ও রাজনৈতিক পথে জবাব দেয়।"

এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়াও আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলীয় সূত্র।

Post a Comment

0 Comments