শনিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বাজেট বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যটন এলাকাগুলোতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
উপদেষ্টা পর্যটকদের পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণার আহ্বান জানান। এছাড়া, পরিবেশ অধিদপ্তরকে পলিথিনবিরোধী অভিযান জোরদারের নির্দেশ দিয়ে তিনি বলেন, “জনসম্পৃক্ত প্রচারণার মাধ্যমেই টেকসই পরিবর্তন সম্ভব।”
বন্যপ্রাণী রক্ষায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, হাতির করিডোর যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। গ্রামাঞ্চলে হাতির অপছন্দের গাছ না লাগিয়ে করিডোর ও বনাঞ্চলে তাদের পছন্দের খাদ্যগাছ রোপণের পরামর্শ দেন উপদেষ্টা।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খায়রুল হাসান, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ পরিবেশ ও বনখাতের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সভার শেষ পর্যায়ে উপদেষ্টা সময়োপযোগী বাজেট বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।
0 Comments