বিএনপির সালাহউদ্দিন আহমেদ: “জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি” | Coxsbazar Bulletin

যিবি ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। সেইসাথে তিনি আগামী ৫ আগস্টের মধ্যে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত "গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “আমরা সংবিধানের চতুর্থ তফসিলে জুলাই অভ্যুত্থানের মর্যাদা যুক্ত করব। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, “শেখ মুজিব চার বছরের মাথায় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেন। তিনি ফ্যাসিস্ট ছিলেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা ডাবল ফ্যাসিস্ট। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি চলবে না।”

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, “যারা গণঅভ্যুত্থানের রক্তদানকে কলঙ্কিত করছে, তারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি ঘটিয়ে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছে।”

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিচারহীনতা আর মব সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করা হলে ছাত্রদল তার জবাব উপযুক্ত ভাষায় দেবে।”

এই অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments