সিবি ডেক্স: শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় রণক্ষেত্রে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডির ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ পাঁচটি কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক। আহতদের মধ্যে রয়েছেন- আশিক, রাকিবুল, আফসানা, আসাদ, মুগ্ধ, অন্তর, শাকিল, তানসিন, মাহিম, নেহালসহ অনেকেই।
আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন; হঠাৎ করেই পুলিশ হামলা চালায়। অন্যদিকে সচিবালয় ঘিরে রাখা শিক্ষার্থীদের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বের করে দেয়। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বড় অংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
0 Comments